Bukhari Rice / Bukhari Polau
Bukhari Rice / Bukhari Polau is easy to make, simple, and delicious. Bukhari rice is a Saudi Arabian speciality but also cooked in the UAE, and Pakistan. It comes in many different colours (including red, white and mixed colour) and shapes; it can be cooked many different ways. I tried to give easy one considering Bangladeshi people taste buds. Usually paprika (non-spicy chilli which gives only colour) is used for this recipe. But I used our traditional chilli powder (which you can use more or less up to your taste).
N.B.Though it is not a Bangladeshi recipe (breaking the trend), please don’t hate me for this. I find /think that Bukhari Rice / Bukhari Polau will be nice and easy dish for coming Eid. So please make it and let me know.
Ingredients:
- 1 kg chicken curry cut ( you can take less amount chicken)
- 3 cups of Aromatic rice(Basmati preferable)
- 3 tbsp tomato paste
- 2 tsp garlic paste
- 1 and 1/2 cups onion sliced
- ½ tsp black pepper powder
- 1 tsp chilli powder
- 1 tsp coriander powder
- 1 tsp lemon juice
- 2 “cinnamon stick
- 2 cardamom pods
- 4 cloves
- 1 tsp sugar
- 2/3 cup carrot ( cut it into julienne cut /matchstick shapes)
- 1/2 cup raisin(kismis)
- 1/3 cup cashew nuts / almonds
- ¾ cup oil
- salt to taste
How to make:
- Wash and soak the rice for about 30 minutes. Drain water and place into a strainer.
- Soak Raisin for 10 minutes in water.
- Clean, wash and pat dry chicken pieces; marinate chicken with 1 tsp garlic, 1 tsp salt and lemon juice for at least half an hour.
- Heat the oil in a pot and fry raisin, nuts and sliced carrots one by one. When you are frying carrots, add ½ tsp sugar.
- In same oil fry onion until translucent; add the whole spices (cinnamon, cardamom and cloves).
- Add marinated chicken pieces. Stir and allow the chicken to fry for a few minutes until the chicken looks slightly golden. Sprinkle rest of spices (coriander, chilli, garlic and black pepper powders), tomato paste and salt.
- Cook for another couple of minutes then add the water. Bring to a boil and cook till chicken is cooked and oil comes up.
- Now add rice and 4 and ½ cups hot water in it.
- Cook it 10 minutes in high heat under closed lid and check salt ; add sugar2/3 amounts carrot, nuts and raisin;
- Give a stir and cook 10 minutes on low heat under closed lid.
- Serve Bukhari rice / Polau garnishing with toasted nuts, carrots and raisin.
বুখারী পোলাওউপকরণ:
- ১ কেজি মুরগি
- ৩ কাপ সুগন্ধি চাল (বাসমতি)
- ৩ টেবিলচামচ টমেটো পেস্ট
- ২ চা চামচ রসুনবাটা
- ১ এবং ১/২ কাপ পেঁয়াজ কুঁচি
- ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া
- ১ চা চামচ মরিচ গুঁড়া
- ১ চা চামচ ধনে গুঁড়া
- ১ চা চামচ লেবুর রস
- ২” দারুচিনি
- ২ টি এলাচ
- ৪ টি লবঙ্গ
- ১ চা চামচ চিনি
- ২/৩ কাপ গাজর (julienne কাট / দেশলাই কাঠির মত করেকাটা)
- ১/২ কাপ কিশমিশ
- ১/৩ কাপ কাঠবাদাম / কাজুবাদাম
- ৩/৪ কাপ তেল
- লবণ স্বাদ অনুযায়ী
কিভাবে করা:
- চাল ধুয়ে ৩0 মিনিটের জন্য পানিতে ভিজেয়ে রাখুন; এরপর পানি ঝড়িয়ে রাখুন।
- কিসমিস পানিতে ১0 মিনিটের জন্য পানিতে ভিজেয়ে রাখুন; এরপর পানি ঝড়িয়ে রাখুন ।
- মুরগীর টুকরা ধুয়ে, পানি ঝরিয়ে 1 চা চামচ রসুনবাটা, লেবুর রস ও ১ চা চামচ লবণ দিয়ে অন্তত আধা ঘন্টার জন্য রেখে দিন।
- কিশমিশ, বাদাম এবং চিরা গাজর একের পর এক তেলে ভেজে নেই। গাজর ভাজার সময় ১/২ চাচামচ চিনি দিন।
- একই তেলে পেঁয়াজ হাল্কা ভেঁতদারুচিনি, এলাচ ও লবঙ্গ) দিন ।
- এখন মুরগীর টুকরা দিয়ে হাল্কা সোনালী হওয়া পর্যন্ত মশলা (ধনে, মরিচ, রসুন এবং গোলমরিচ গুঁড়ো), টমেটো পেস্ট ও লবণ দিন।
- ২ মিনিট কসিয়ে পানি দিয়ে মুরগি সিদ্ধ হলে দমে রেখে তেল উঠা পর্যন্ত রান্না করুন।
- এখন চালএবং ৪এবং১/২ কাপ গরম পানি মেপে দিন।
- ঢেকে উচ্চ তাপ ১0 মিনিট রান্না করে নেরে, লবণ দেখে চিনি, ২/৩ পরিমাণে গাজর, বাদাম ও কিশমিশ যোগ করে দমে ১0 মিনিট রাখুন।
- ভাঁজা বাদাম, গাজর এবং কিশমিশ দিয়ে পরিবেশন করুন মজাদার বুখারী পোলাও ।