Alur Jilapi Pitha / Potato Pretzel
Alur Jilapi Pitha / Potato Pretzel is deep-frying potato, flour and milk pretzel shapes, which are then soaked in sugar syrup for 4-5 hours. It tastes close to Golap jam(lal mohon). Potato is a unusual ingredient for sweet. Trust me you wil love the result. You can give guessing game for your family (what is the ingredient). Enjoy.
Ingredients:
For Dough:
- 1 cup boiled potato
- ½ cup milk powder
- ½ cup flour
- 1 tablespoon semolina
- 2 tablespoons ghee
- 1 teaspoon milk
- ½ teaspoon cardamom powder
- 1/8 teaspoon baking powder
- Oil for deep fry
For Syrup:
- 3 cups sugar
- 2 cups water
How to make:
- Boil sugar and water together and make the syrup. Keep aside the syrup, we need lukewarm syrup.
- Mash potato and mix with rest of ingredients except ghee and milk. For making smooth dough use milk as needed. Add ghee and knead well.
- Divide the dough 16 balls. Make each dough into long tubular (cylinder) shape with about 7 ̋ long and fold like picture: secure (seal) with bit water.
- Heat the oil on medium heat and when oil ready, fry it on low to medium heat till it becomes brown.
- Remove from oil and soak in syrup for 4-5 hours.
- Enjoy Alur Jilapi Pitha / Potato Pretzel.
Tips:
- Make sure no lumps in potato. I prefer to grate boiled potato and mash it.
- Keep the temperature low to medium to get perfect Alur Jilapi Pitha / Potato Pretzel
- Use milk as much or less you need to make dough soft..
আলুর জিলাপী পিঠা
উপকরণ:
খামির জন্য:
- ১ কাপ সেদ্ধ আলু
- ১/২ কাপ গুঁড়া দুধ
- ১/২ কাপ ময়দা
- ১ টেবিল চামচ সুজি
- ২ টেবিল চামচ ঘি
- ১ চা চামচ দুধ
- ১/২ চা চামচ এলাচ গুঁড়া
- ১/৮ বেকিং পাউডার
- ভাজার জন্য তেল
সিরাপ জন্য:
- ৩ কাপ চিনি
- ২ কাপ জল
প্রণালিঃ
- একসঙ্গে চিনি এবং পানি জ্বাল দিয়ে সিরা তৈরি করুন।
- আলু ভালো করে ময়ান দিয়ে দুধ এবং ঘি ছাড়া সব উপাদানগুলো ভাল করে মাখিয়ে নিন। এরপর খামির মসৃণ করার জন্য প্রয়োজনে দুধ মিসান;ঘি দিয়ে ভাল করে ময়ান দিয়ে নরম খামির তৈরি করুন।
- খামির ১৬ ভাগ করে প্রতি ভাগ হাতে ডলে লম্বা রশির মত করে ছবির মত জিলাপী বানান।
- তেল গরম করে অল্প আঁচে বাদামী করে ভেঁজে নিন।
- তেল থেকে উথিয়ে সিরায় ৪-৫ ঘণ্টা ডুবিয়ে পরিবেশন করুন মজাদার আলুর জিলাপী পিঠা।
Seems to very easy.. Thanks Borna pa..
My pleasure Rupa.
Hlo rownak Apu.without milk powder what can I use. I mean instead of milk powder? Pls let me know. Advance eid Mubarak.
4 years back i tried it and it was so tasty i will try again ? with aussie aloo
❤️