Banana Blossom (Flower) Fry / Mochar Ghonto
Banana Blossom (Flower) Fry / Mochar Ghonto is a unique Bengali dish of banana flower. It has a subtle sweetness and a hint of coconut that compliments the flavour of the banana flower. Hard part of the dish is cleaning Banana Blossom which bit time consuming. Banana Blossom is rich source of Iron. Because of high Iron in Banana Blossom, be careful when you are cutting it to avoid the stain.
Ingredients:
• 1 Banana blossom (medium size)
• 1 potato (medium size diced)
• ½ teaspoon Cumin seeds
• 1 Bay leaves
• 2 teaspoon chilli power
or 4-5 green sliced chillies
• 1 and ½ teaspoons Ginger paste
• 3/4 teaspoon Turmeric powder
• 1/3 cup coconut (grated/ paste)
• 3 table spoons oil
• Salt and sugar to taste
How to make:
1. The tougher, darker outer bracts/ leaves are pulled away, the florets inside are revealed. These florets can be pulled out. Remove the stigma (hard string in the middle with a tiny head) and the bracts (the translucent boat shaped petal-like part) one by one from each floret.
2. Once the florets have been cleaned, boil it with little salt and ½ teaspoon turmeric powder till it comes to boiling point.
3. Remove water and chop florets.
4. Heat oil in a pan, add the cumin seeds and bay leaves, and once the seeds start to splutter, add ginger, coconut paste, chilli powder, turmeric powder, salt and diced potato for 2-3 minutes.
5. Add chopped Banana Blossom and cook it for 10 minutes or till it becomes tender and mix well all ingredients (stir occasionally).
6. Check salt, add sugar and cook 2 minutes more.
7. Serve Banana Blossom (Flower) Fry / Mochar Ghonto with rice.
মোচার ঘন্ট
উপকরণ :
• ১কলা মোচা (মাঝারি আকারের)
• ১ আলু ( মাঝারি আকারের diced )
• ১/২ চা চামচ জিরা
• ১ তেজপাতা
• ২ চা চামচ মরিচ গুঁড়া
বা ৪-৫সবুজ কাচা মরিচ চিরা
• ১ ও ১/২ আদা বাটা
• ৩ /৪ চা চামচ হলুদ গুঁড়া
• ১/৩ কাপ নারকেল বাটা
• ৩ টেবিল চামচ তেল
• লবণ এবং চিনি স্বাদমত
প্রনালী :
১. মোচার প্রতিটি কুড়ির ভিতরের শক্ত কাঠি এবং পাতলা পাপড়ির মতো অংশ সরান৷
২. মোচা পরিষ্কার করা হলে সামান্য লবণ এবং ১/২ চা চামচ হলুদ দিয়ে সিদ্ধ করুন৷
৩. পানি ঝরিয়ে মোচা কুচি করে কাটুন ৷
৪. একটি কড়াই মধ্যে তাপ তেল, জিরা এবং তেজপাতা দিন এবং এবার জিরা ফোড়ন উঠলে আদাবাটা, নারকেল বাটা , মরিচ গুঁড়া , হলুদ গুঁড়া, লবণ এবং ২-৩ মিনিটের জন্য আলু যোগ করুন৷
৫. কলা মোচাকুচি যোগ করুন এবং ১0 মিনিট রান্না করুন ( মাঝে মাঝে নাড়ুন ) ৷
৬.চিনি দিন এবং আরও ২ মিনিট রান্না করুন৷
৭. কলার মোচা গরম ভাতের সাথে পরিবেশন করুন৷
I like ur site good job keep it up oh…….. l like ur banana flower vaaji.